মনু নদী সেচ প্রকল্পের আওতাধীন মনু ব্যারেজ ও কাশিমপুর পাম্প হাউজ দুটি গুরুত্বপূর্ণ কেপিআই (KPI) স্থাপনা। মনু নদী সেচ প্রকল্পভূক্ত এলাকা মোট ২২,৬৭২ হেক্টর। মনু ব্যারেজ-এর মাধ্যমে শুস্ক মৌসুমে কৃষি জমিতে সেচ সুবিধা প্রদান করা হয় এবং কাশিমপুর পাম্প হাউজ-এর মাধ্যমে আগাম বন্যা ও পাহাড়ী ঢলের পানি নিষ্কাশন করে হাওড় এলাকার ফসল আগাম বন্যার হাত থেকে রক্ষা করা হয়। এছাড়াও অত্র বিভাগের আওতাধীন অন্যান্য প্রকল্প ও উপ-প্রকল্পে বিভিন্ন রেগুলেটরের গেট, সাইফুনের গেট ও স্লুইচগেট রয়েছে।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস